ইউক্রেনে ষষ্ঠ দিনে আরো আগ্রাসী হয়ে উঠেছে রাশিয়া। মঙ্গলবার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা। রুশ আক্রমণের তীর পৌঁছেছে শহরটির প্রশাসনিক ভবনেও। এ ঘটনায় বাড়ছে হতাহতের সংখ্যাও।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে, ইউক্রেন এখন রুশ সেনাদের হাতে বন্দি। চারদিক থেকে ইউক্রেন ঘিরে রুশ সেনারা ক্রমশ আরও দেশটির ভেতরে প্রবেশ করছে।
বিশ্বের বিভিন্ন গণমাধ্যম সুত্রে জানা গেছে, ইউক্রেনে চার দিকে হামলা চালাচ্ছে রাশিয়া। সেনাদের মধ্যে একটি দলের লক্ষ্য রাজধানী কিভ দখলে নেয়া। আর একটি রুশ সেনা দল এগোচ্ছে খারকিভকে কেন্দ্র করে। ইউক্রেনের সরকারি সূত্র জানাচ্ছে, সোমবারই খারকিভে রুশ সেনাদের বিস্ফোরণে একাধিক সাধারণ নাগরিক নিহত হয়েছেন। পুতিন-সেনার অন্য একটি দল ডনবাস কেন্দ্রে হামলা চালাচ্ছে। রুশ সমর্থিত লুহনস্কের পূর্ব প্রদেশে আবার হামলা চালায় ইউক্রেন। তাদের ক্ষেপণাস্ত্র হামলায় তেল কেন্দ্রে ধ্বংস হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, ইউক্রেনের অভ্যন্তরে নজিরবিহীনভাবে সেনা বৃদ্ধি করছে রাশিয়া। এরই মধ্যে রুশ সেনা সংখ্যা ৪০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করা হয়েছে। তাছাড়াও যুক্তরাষ্ট্রের জেষ্ঠ্য সামরিক কর্মকর্তাও ইউক্রেনে রাশিয়ার ৭৫ শতাংশ সেনার উপস্থিতির কথা উল্লেখ করেছেন।
news24bd.tv/আলী