আজ বুধবার (২ মার্চ) আবারও আলোচনায় বসবে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দল। ইউক্রেন-বেলারুশ সীমান্তে অনুষ্ঠিত হবে এই বৈঠক।
এর আগে সোমবার বেলারুশের গোমেল শহরে প্রথম দফা বৈঠক হয়েছিল দুই দেশের প্রতিনিধিদের মধ্যে। কিন্তু সেখান থেকে কোনো সিদ্ধান্ত না আসায় বুধবার দ্বিতীয় দফা আলোচনা শুরু করতে উভয় দেশের প্রতিনিধিরা সম্মত হয়েছে।
বৈঠকের এই তথ্য নিশ্চিত করেছে, বেলারুশের রাজনীতিবিদ ইউরি ভসক্রিসেনস্কি। ইউরি ভসক্রিসেনস্কি বৈঠক আয়োজন কমিটির অন্যতম সদস্য।
প্রসঙ্গত, ইউক্রেনের অভ্যন্তরে নজিরবিহীনভাবে সেনা বৃদ্ধি করছে রাশিয়া। এরই মধ্যে রুশ সেনা সংখ্যা ৪০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করা হয়েছে।
news24bd.tv/আলী