এবার সৈন্য নিহতের সংখ্যা জানাল রাশিয়া

সংগৃহীত ছবি

এবার সৈন্য নিহতের সংখ্যা জানাল রাশিয়া

অনলাইন ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের সপ্তম দিন পার হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি শহরের দখল নেওয়ার দাবি করেছে রাশিয়া। এদিকে যুদ্ধের সাত দিনের মাথায়  রাশিয়ার প্রায় ৫০০ সৈন্য মারা গেছে বলে প্রথমবারের মতো স্বীকার করেছে মস্কো। বুধবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে  বলা হয়েছে, ইউক্রেনে আক্রমণে প্রায় ৫০০ রুশ সৈন্য মারা গেছে। এছাড়া আহত হয়েছে আরও কয়েকশ’। তবে রাশিয়ার সাত দিনের এই অভিযানে হতাহতের সংখ্যা এখনও পরিষ্কার নয়। কারণ বুধবার ইউক্রেনের সরকার বলেছে, রাশিয়ার সামরিক বাহিনীর ৫ হাজার ৪৮০ সৈন্য নিহত হয়েছে।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা বেশ কিছু ভিডিও ও ছবিতে দেখা গেছে, যুদ্ধের ময়দানে রাশিয়ার সামরিক বাহিনীর সৈন্যরা ব্যাপক হতাহতের শিকার হয়েছে।

প্রসঙ্গত, গেল ২৪ ঘন্টায় খারকিভ শহরে রুশ হামলায় অন্তত ২১ জন নিহত ও ১১২ জন আহত হয়েছে। ইউক্রেনে হামলার জেরে একের পর এক  নিষেধাজ্ঞায় কোনঠাসা হয়ে যাচ্ছে রাশিয়া। তবে মস্কোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক  রাখার কথা জানিয়েছে চীন।  আর জাতিসংঘ বলছে, এরইমধ্যে ইউক্রেনের সাড়ে ৮ লাখ মানুষ পালিয়ে দেশ ছেড়েছে।  
সূত্র: আরটি, বিবিসি।

news24bd.tv/আলী