খাগড়াছড়িতে মঙ্গলবার থেকে তিন দিনের অবরোধের ডাক

খাগড়াছড়িতে মঙ্গলবার থেকে তিন দিনের অবরোধের ডাক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক:

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সকল প্রকার অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা রোধকল্পে ও চলমান শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বানে জেলায় সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। তবে নতুন করে একই দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে তিন দিনব্যাপী সড়ক অবরোধ করার ডাক দিয়েছে কমিটি।

১৯ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিন সড়ক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে তারা।
  
অন্যদিকে হরতালে দূরপাল্লার ও জেলা সদরে কোনো প্রকার যানবাহন চলাচল করেনি।

দোকান-পাট বন্ধ ছিল। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। হরতাল ও অবরোধে খাগড়াছড়িতে আটকে পড়েছে বহু র্পযটক।

এছাড়া একই দিনে দুর্নীতি প্রতিরোধ কমিটির আহবায়ক সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের কাছে একটি স্বারকলিপি প্রদান করেন।

এতে শিক্ষক নিয়োগের বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরে এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয় ।

খাগড়াছড়ি সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম সালাউদ্দিন জানান, শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। হরতালের কারণে এখন পর্যন্ত জেলায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাছাড়া সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।

সম্পর্কিত খবর