ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তায়েব 

শেখ শফিউদ্দিন জিন্নাহ

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইউক্রেনের যুবক মোহাম্মদ তায়েব। তার বাড়ি গাজীপুরে। যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত একটি বিষয়। নিষেধ উপেক্ষা করেই সে যুদ্ধে অংশ নিয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

বিষয়টি নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন তার স্বজন ও প্রতিবেশিরা।  

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আতঙ্কে দিন কাটছে ইউক্রেনের প্রবাসী বাংলাদেশিদের। এরই মধ্যে অনেকেই পারি জমিয়েছেন পাশ্ববর্তী দেশে। এরই মধ্যে যুদ্ধে অংশ নিয়ে আলোচনায় এসেছেন সেখানে অবস্থান করা বাংলাদেশি বংশোদ্ভূত ইউক্রেনের নাগরিক মোহাম্মদ তায়েব।

তার গ্রামের বাড়ি গাজীপুরে।

পরিবারের অন্যান্য সদস্য নিয়ে ইউক্রেনের কিয়েভে অবস্থান করা তায়েবের বাবা জানান, বিভিষিকাময় এক পরিস্থিতির মধ্য দিয়ে সময় কাটছে তাদের। যুদ্ধ ময়দান থেকে মাঝে মাঝে হোয়াটসআপে ছেলের সাথে কথা হয় বলেও জানান তিনি।  

কাপাসিয়ায় তায়েবের গ্রামের বাড়িতে বাস করেন তার দাদী। উৎকণ্ঠায় আছেন তিনিও। তায়েবের জন্য দুশ্চিন্তায় সময় কাটছে গাজীপুরে তার স্বজন ও প্রতিবেশিদেরর।

ইউক্রেনে যুদ্ধের ডামাডোল বন্ধ হোক, সবাই নিরাপদে থাকুক এমনটাই প্রত্যাশা এখন তায়েবের স্বজনদের।  

news24bd.tv/ কামরুল