‘যৌন নিপীড়ণের শিকার ৬৫.৫৮ শতাংশ তরুণী মানসিক সমস্যায়’

‘যৌন নিপীড়ণের শিকার ৬৫.৫৮ শতাংশ তরুণী মানসিক সমস্যায়’

হাসান ওয়ালী

পারিবারিক টানাপোড়েনে ৩১.৮৫ শতাংশ তরুণী মানসিক সমস্যার সম্মুখীন হয়েছেন।  এর মধ্যে আর্থিক অস্বচ্ছলতা, বেকারত্ব এবং যৌন নিপীড়ণ তাদের মানসিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলেছে।  ‘তরুণীদের আর্থ-সামাজিক প্রেক্ষাপট এবং মানসিক স্বাস্থ্যে এর প্রভাব’ শীর্ষক বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশনের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

নিপীড়ণের শিকার নারীদের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীসহ মনোবিজ্ঞানীদের পরামর্শ নেওয়ার আহবান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে এ গবেষণায় আঁচল ফাউন্ডেশনের এই গবেষণায় অংশ নিয়েছেন ১৮ থেকে ৩০ বছর বয়সী  ১ হাজার ১৪ জন শিক্ষিত তরুণী।  যারা মানসিক সমস্যার পেছনে পারিবারিক টানাপোড়েনকে সবচেয়ে বেশি দায়ী করেছেন।

আর্থিক অস্বচ্ছলতা, বাবা মা কিংবা স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়ায় মানসিকভাবে বিপর্যস্ততার শিকার হয়েছেন ৩১.৮৫ শতাংশ তরুণী।

শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি জানায়, ২৩.৭৭ শতাংশ তরুণী নিজেদের অসম্মতি থাকা সত্ত্বেও পরিবার থেকে বিয়ের চাপের সম্মুখীন হন।

৬৯.৯২ শতাংশ তরুণী শারীরিক অবয়ব নিয়ে নেতিবাচক মন্তব্যের শিকার হয়েছেন।  

সমীক্ষার তথ্য বলছে, ৬৫.৫৮ শতাংশ তরুণী যৌন নিপীড়ণের শিকার হয়েছেন।  যা তাদের মানসিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলেছে।

সামাজিকভাবে নিপীড়কদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, নিপীড়ণের শিকার নারীদের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীসহ মনোবিজ্ঞানীদের পরামর্শ নিতে হবে।

মানসিক স্বাস্থ্য উন্নয়নে তরুণীদের অর্থনৈতিক স্বচ্ছলতা নিশ্চিতে কর্মসংস্থান তৈরিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উপর মনিটরিং জোরদার করাসহ বেশকিছু প্রস্তাবনা দিয়েছে আঁচল ফাউন্ডেশন।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর