সাময়িক যুদ্ধবিরতি মানা হচ্ছে না: ইউক্রেন

সংগৃহীত ছবি

সাময়িক যুদ্ধবিরতি মানা হচ্ছে না: ইউক্রেন

অনলাইন ডেস্ক

শনিবার ইউক্রেনের মারিউপোল এবং ভলনোভাখা শহর থেকে মানবিক কারনে আটকে পরা মানুষদের বের করার জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়ান বাহিনী । কিন্তু ইউক্রেন বলছে, অস্থায়ী যুদ্ধ বিরতি দিলেও তা মানছে না রাশিয়া। ব্যাপক গোলাবর্ষণের ঘটনার জন্য এই দুই শহর থেকে লোকজনকে সরানো যাচ্ছে না। ফলে সেখান থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ বন্ধ রয়েছে।

খবর বিবিসির।

ইউক্রেনের স্থানীয় কর্মকর্তারা বলছেন, রাশিয়ান বাহিনী বেসামরিক লোকদের প্রস্থানের অনুমতি দিচ্ছেন না। এতে ঘোষিত যুদ্ধবিরতি ভঙ্গ হচ্ছে।  

মারিউপোলের ডেপুটি মেয়র সেরহেই ওরলভ বলেছেন, চুক্তি স্বাক্ষর করলেও মারিউপোলে কোনো যুদ্ধবিরতি অবস্থা নেই।

লোকজনদের সরিয়েও নেয়া যাচ্ছে না। আমাদের বেসামরিক নাগরিকরা চলে যেতে প্রস্তুত, কিন্তু রাশিয়ানদের গোলাগুলির জন্য তারা কোথাও যেতে পারছেন না। এখনও গোলাবর্ষণ হচ্ছে শহরে। এতে ব্যাহত হচ্ছে বেসামরিক লোকজনকে সরিয়ে নেয়ার কাজ।  

এদিকে মারিউপোলে স্থানীয় রুশ কর্মকর্তারা বলছেন, রাশিয়ান বাহিনীকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে সরিয়ে নেওয়ার কাজে বাধা দেয়া হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের বিরুদ্ধে অভিযোগ করেছে যে, তারা বেসামরিক নাগরিকদের চলে যেতে বাধা দিচ্ছে।

news24bd.tv/আলী