হলে চলবে না জায়েদ খানের সিনেমা

সংগৃহীত ছবি

সিনেমা সংশ্লিষ্ট ১৮ সংগঠন

হলে চলবে না জায়েদ খানের সিনেমা

অনলাইন ডেস্ক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ কিন্তু তার রেশ যেন এখনও শেষ হলো না। অনেক আলোচনা-সমালোচনার মধ্যে সবশেষ আদালতের আদেশে সাধারণ সম্পাদকের চেয়ার ফেরত পান চিত্রনায়ক জায়েদ খান। কিন্তু সাধারণ সম্পাদকের চেয়ারে বসার পর এবার তাকে বয়কটের ঘোষণা দিয়েছে সিনেমা সংশ্লিষ্ট ১৮ সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবার।  

সেখানে মূল আহ্বায়ক হিসেবে স্বাক্ষর করেছেন সিনেমা সংশ্লিষ্ট ১৮ সংগঠনের আহ্বায়ক ও চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

বিবৃতিতে জানানো হয়, ‘শনিবার চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি ও চলচ্চিত্র সংগঠন একত্বতা পোষণ করেন। সদ্য হয়ে যাওয়া শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সকল সংগঠন বিস্তারিত আলোচনা করেন। উক্ত নির্বাচনে চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো সংগঠনের সদস্য বিএফডিসিতে প্রবেশ করতে পারেনি শুধু শিল্পী সমিতির ভোটার ছাড়া।

যা ছিল চলচ্চিত্র সংশ্লিষ্টদের সকলের জন্য অশোভন ও অপমানজনক। ’ 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘এই ঘটনায় শিল্পী সমিতির সদস্য জায়েদ খানের ভূমিকা প্রমাণিত হওয়ায় সকল সংগঠনের নেতৃবৃন্দ এই সিদ্ধান্তে উপনিত হয় যে, জায়েদ খানের সঙ্গে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের কোনো সদস্য কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। আজ থেকে জায়েদ খানকে আনুষ্ঠানিকভাবে বয়কট করা হলো। ’

আরও পড়ুন : এবার জায়েদ খানকে বয়কটের ঘোষণা

এই বয়কটের আওতায় জায়েদ খানের কোনো সিনেমাও প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে না। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সিদ্ধান্তটি বলবত থাকবে।

পরিচালক সমিতির উপমহাসচিব অপূর্ব রানা গণমাধ্যমকে বলেন, 'আমরা আগে শিল্পী সমিতিসহ ১৮ সংগঠন ছিলাম চলচ্চিত্র পরিবারে। আজ শনিবার থেকে চলচ্চিত্র প্রদর্শক সমিতিও যুক্ত হয়েছে। আজকের মিটিংয়ে শিল্পী সমিতির প্রতিনিধি ছিলেন না। তাদের ছাড়া ১৮ সংগঠন জায়েদ খানকে বয়কটের ব্যাপারে একমত হয়েছে। তার সঙ্গে ১৮ সংগঠনের কেউ কাজ করবে না। সেই সঙ্গে তার কোনো সিনেমা হল মালিকরা প্রদর্শনও করবেন না।

প্রসঙ্গত, চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘চলচ্চিত্র পরিবার’। চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি, নৃত্য পরিচালক সমিতি, চিত্রগ্রাহক সমিতি, ফাইট ডিরেক্টরদের সমিতি, সহকারী পরিচালকদের সমিটি, মেকাপম্যানদের সমিতি, প্রোডাকশন ম্যানেজারদের সমিতি সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট মোট ১৮টি সংগঠন নিয়ে এই পরিবার। শনিবার (৫ মার্চ) থেকে এই পরিবারে যোগ দিলো হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। বর্তমানে এর আহবায়ক চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

news24bd.tv/আলী