নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার মতো: পুতিন

সংগৃহীত ছবি

নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার মতো: পুতিন

অনলাইন ডেস্ক

ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকেই একের পর এক পশ্চিমা দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিতে শুরু করে। এবার রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞাকে যুদ্ধ ঘোষণার মতো বলে উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর বিবিসি ও গার্ডিয়ান।

বিদেশি সামরিক হুমকির ব্যাপারে পুতিন বলেন, বিদেশি শক্তিদের ইউক্রেনে নো-ফ্লাই জোন প্রতিষ্ঠা এবং কার্যকরের যেকোনো প্রচেষ্টাকে রাশিয়ার সাথে সামরিক সংঘাতে যোগদান হিসাবে বিবেচনা করা হবে।

তিনি বলেন, কোন দেশ কোন সংস্থার সদস্য আমরা সেটির কোনো পরোয়া করবো না। তবে এ ধরনের প্রচেষ্টা নেওয়া হবে না বলে প্রত্যাশা করেছেন তিনি।

ভ্লাদিমির পুতিন বলেন, মস্কোর প্রয়োজন ইউক্রেনের পূর্বে রুশ ভাষাভাষীদের পাশাপাশি নিজেদের স্বার্থ রক্ষা করা।

নারী ফ্লাইট অ্যাটেনডেন্টদের কাছে টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন এসব কথা বলেন।

পুতিন বলেন, রাশিয়া চায় ইউক্রেনকে 'অসামরিকীকরণ' করা হোক, এবং তারা নিরপেক্ষতা বজায় থাকুক।

পুতিন আরো বলেন, রাশিয়ায় সামরিক আইন জারির কোনো পরিকল্পনা নেই। বিশেষ জরুরী অবস্থা বড় ধরনের বাহ্যিক আগ্রাসনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তবে রাশিয়ার এমন আশঙ্কা নেই।  

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এর আগে দীর্ঘ সময় ধরে দেশটির সীমান্তে রুশ সেনা মোতায়েন রাখা হয়। ইউক্রেনে হামলা চালাতেই মস্কোর এ তত্পরতা বলে সে সময় দাবি তুলেছিল পশ্চিমা দেশগুলো। তবে শুরু থেকেই তা নাকচ করে রাশিয়া।

news24bd.tv/আলী