এবার ওডেসাতে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ বাহিনী : জেলেনস্কি

ওডেসাতে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ বাহিনী

এবার ওডেসাতে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ বাহিনী : জেলেনস্কি

রিমু

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে অন্যতম বিশ্ব পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে এই অভিযান শুরু হয়। ইতিমধ্যেই দেশটির বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর পশ্চিম দিকের তিনটি শহর বুচা, হোস্টোমেল এবং ইরপিনে অব্যাহতভাবে বোমাবর্ষণ করছে রুশ বাহিনী।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রুশ সৈন্যরা পশ্চিম ইউক্রেনের  ভিনিৎ সিয়া  বিমানবন্দরটি  সম্পূর্ণ  ধ্বংস  করে দিয়েছে।  রুশ বাহিনী এখন দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর ওডেসাতে বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

গতকাল রোববার টেলিভিশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি আরও বলেন, 'রাশিয়ানরা সবসময় ওডেসায় এসেছে।

তারা সবসময় ওডেসাতে উষ্ণতা অনুভব করেছে। শুধুমাত্র আন্তরিকতা। আর এখন কী? ওডেসার বিরুদ্ধে বোমা? ওডেসার বিরুদ্ধে কামান? ওডেসার বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র?' 

জেলেনস্কি আরও বলেন, 'এমনটা হলে এটি হবে যুদ্ধাপরাধ। এটা হবে ঐতিহাসিক অপরাধ। '

তবে জেলেনস্কির এমন বক্তব্যের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায় নি রাশিয়া।  

এদিকে, ইউক্রেনে সামরিক অভিযান বন্ধ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্ক। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলছে, রাশিয়ার হামলা শুরু হওয়ার পর ইউক্রেনে এখন পর্যন্ত ৩৬৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন ৭৫৯ জন।  তবে ১১ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছে, দাবি করছে  ইউক্রেন। জাতিসংঘ বলছে এরিমাঝে ইউক্রেনের প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সূত্র : আল-জাজিরা 

news24bd.tv রিমু