নেপালে মিলেছে সেই হানিপ্রীতের খোঁজ

রাম রহিমের সঙ্গে হানিপ্রীত [ফাইল ছবি]

নেপালে মিলেছে সেই হানিপ্রীতের খোঁজ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

অবশেষে খোঁজ মিলল ‘ধর্ষক’ বাবা গুরমিত রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীতের৷ ভারতীয় পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রের খবর, নেপালের বিরাটনগরে একটি পেট্রল পাম্প সংলগ্ন বহুতল ভবনে গা ঢাকা দিয়ে রয়েছেন হানিপ্রীত৷ ইতোমধ্যে তাঁর খোঁজে নেপালের উদ্দেশে রওনা দিয়েছে পুলিশের একটি দল৷ ওই সূত্রের দাবি, স্বঘোষিত ‘ভগবান’ গুরমিতের অন্ধভক্ত প্রীতম সিংহ'র বাড়িতেই আস্তানা গেড়েছে হানিপ্রীত৷

এর আগে নেপাল সীমান্তের লখিমপুরের খেরিতে হানিপ্রীতের ঘাঁটি গাড়ার খবর মিলেছিল৷ কিন্তু, হরিয়ানা পুলিশ সেখানে ‘রেইড’ করার আগেই পালিয়ে যায় রাম রহিমের সেই আলোচিত-সমালোচিত কন্যা হানিপ্রীত৷ ফলে খালি হাতেই ফিরতে হয় পুলিশকে৷‘ধর্ষক’ বাবা গ্রেফতারের পরই হানিপ্রীতের নামে জারি হয় ‘লুক আউট’ নোটিশ৷ তারপর থেকেই গা ঢাকা দিয়েছেন হানি৷ 

'বাবা' রাম রহিম জেলে যাওয়ার সময় এই হানিপ্রীতও তার সঙ্গে জেলে যেতে চেয়েছিলেন। রাম রহিমও আবেদন করে হানিপ্রীতকে তার সঙ্গে থাকার সুযোগ দিতে। কারণ, এই হানিপ্রীত ছাড়া কেউ নাকি রাম রহিমের শরীর ম্যাসাজ করতে পারে না। তবে সেই সুযোগ দেয়নি জেল কর্তৃপক্ষ ও সিবিআই আদালত।

এরপর থেকে আর দেখা মিলছে না হানিপ্রীতের।

স্বাভাবিকভাবেই, এবারে পুলিশ হানিপ্রীতকে জালে তুলতে পারে কি না, সেদিকেই তাকিয়ে সব মহল৷ অন্যদিকে গুরুমিতের হরিয়ানা ডেরা চেয়ারপারসন বিপাসনা ইনসানকে এদিনই টানা তিন ঘণ্টা ধরে জেরা করেছে হরিয়ানা পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)৷ ডেরার কুকর্ম, ‘ধর্ষক’ বাবা গ্রেপ্তারের পর এলাকায় হিংসা ছড়ানো এবং হানিপ্রীতের ‘মুভমেন্ট’ সম্পর্কেই তাঁকে জেরা করেছেন গোয়েন্দারা৷ সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন

সম্পর্কিত খবর