রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন স্থগিতের ঘোষণা দ.কোরিয়ার

সংগৃহীত ছবি

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেন স্থগিতের ঘোষণা দ.কোরিয়ার

রিমু

ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। চলমান রুশ আগ্রাসনের মাঝে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছ পশ্চিমা দেশগুলো।

রাশিয়ার ওপর আবারও লেনদেন স্থগিত করার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া।

সোমবার দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ কোরিয়া রাশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞার অংশ হিসাবে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সাথে লেনদেন স্থগিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্যদের সাথে যোগ দেবে।

দেশটির সরকার বলেছে, তারা সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সাথে আলোচনার পর নিষেধাজ্ঞার বিষয়ে আরও বিশদ ঘোষণা করবেন।

এর আগে, দক্ষিণ কোরিয়া সাতটি প্রধান রাশিয়ান ব্যাংকের সাথে আর্থিক লেনদেন নিষিদ্ধ করেছিল। এছাড়া সুইফট গ্লোবাল পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়ান ব্যাংকগুলোকে অবরুদ্ধ করেছিল।

দক্ষিণ কোরিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলো রাশিয়ান সরকারি বন্ডগুলোতে বিনিয়োগ বন্ধ করবে বলেও জানানো হয়।

 
সূত্র : সিএনএন

news24bd.tv রিমু