বেলারুশে রাশিয়া-ইউক্রেন তৃতীয় দফায় বৈঠকে বসছে 

সংগৃহীত ছবি

বেলারুশে রাশিয়া-ইউক্রেন তৃতীয় দফায় বৈঠকে বসছে 

অনলাইন ডেস্ক

তৃতীয় দফায় বৈঠকে বসছে ইউক্রেন ও রাশিয়া। আজ সোমবার বেলারুশে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে শান্তি আলোচনা হবে। এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

এবারের বৈঠকের নির্দিষ্ট সময় এবং স্থানের বিষয়টি জানায়নি কোনও পক্ষ।

আগের দুই বৈঠক পশ্চিম বেলারুশের ব্রেস্ট অঞ্চলে অনুষ্ঠিত হয়।

শর্তগুলো হলো- একটি নিরপেক্ষ ও পরমাণু অস্ত্রমুক্ত দেশ হিসেবে ইউক্রেনের অবস্থান স্পষ্ট করা, দেশটি থেকে নাৎসীবাদ নির্মূল, ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকার করে নেওয়া এবং দেশটির পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

 

সূত্র : আলজাজিরা

news24bd.tv/ কামরুল