খুলনায় বিশ্বকাপ ফুটবল নিয়ে সংঘর্ষে আহত ৩

ফাইল ছবি

খুলনায় বিশ্বকাপ ফুটবল নিয়ে সংঘর্ষে আহত ৩

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা-ফ্রান্স খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষ বখাটে যুবকদের হামলায় ৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে জখম রেজাউল করিম লিটন (৩৮) কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি খুলনা আদালতের আইনজীবী সহকারি ও খালিশপুর দুর্বার সংঘ এলাকার বাসিন্দা কাজী আব্দুল মান্নানের ছেলে।


শনিবার রাত ৯টার দিকে খেলার মাঝবিরতীতে খালিশপুরের দুর্বার সংঘ ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

হামলায় লিটনের বড় ভাই শাখাওয়াত ইসলাম (৪৪) ও মোঃ খোকন (৩৫) আহত হয়।

আরও পড়ুন: রাজধানীতে আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা!

স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান জানায়, দুর্বার সংঘ ক্লাবের মধ্যে খেলা দেখার সময় স্থানীয় বখাটে যুবকরা হঠাৎ করেই বিলা তৈরি করে। তারা চিৎকার ও হট্টগোল করতে থাকলে তাদেরকে ক্লাব থেকে বের করে দেয়া হয়। এর প্রতিবাদে তারা সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্র  ও লাঠিসোঠা নিয়ে আক্রমন করে।

আরও পড়ুন: ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছে। এদের মধ্যে রেজাউলকে কুপিয়ে জখম ও অপর দু’জনকে পিটিয়ে আহত করা হয়। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর