সারাদেশ পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, আলোচনা সভাসহ ছিলো নানা আয়োজন। ব্যুরো রির্পোটার ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ।

সিলেটে ব্যতিক্রমী আয়োজন শতকণ্ঠে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্যে দিয়ে  দিনের কর্মসূচি শুরু হয়।

জেলা প্রশাসন প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে বঙ্গবন্ধুর ভাষণ পরিবেশন করেন শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিশুরা।

এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ । এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন,  ৭১ এর ৭ই মার্চ মন্ত্রমুগ্ধ করা সেই ঐতিহাসিক ভাষণ এ প্রজন্মের মানুষের মাঝেও দেশ গড়ার অনুপ্রেরণা জাগায়। আজও উজ্জীবিত করে সাধারণ মানুষকে।

চট্টগ্রামে সিটি কর্পোরেশনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি  মেয়র রেজাউল করিম চৌধুরী।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর অমর সেই ভাষণ আজও কোটি মানুষকে উদীপ্ত করে।  

পরে মহানগর আওয়ামী লীগের আয়োজনে থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য দেন- নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির সহ অন্যরা।

রাজশাহীতে সকালে নগরীর কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

দিবসটি উপলক্ষে খুলনায়  জেলা প্রশাসনের উদ্যোগে সকালে বাংলাদেশ বেতার কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক র্অপণ করে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এছাড়া দলীয় র্কাযালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।

পরে পুস্পস্তবক অর্পন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

একই চিত্র বগুড়াতেও। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের বটতলায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দিনটি উপলক্ষে রংপুর, দিনাজুপর, নওগাঁ, সিরাজগঞ্জ, লক্ষীপুর, মেহেরপুর, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায়  নানা  কর্মসূচি পালন করা হয়েছে।
news24bd.tv তৌহিদ