ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার ১১ দিন পর নিজের অফিস থেকে এই প্রথম একটি ভিডিও পোস্ট করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ৯ মিনিটের ওই ভিডিও বার্তায় তিনি জানান, নিজের অবস্থান ধরে রেখেছে ইউক্রেনের সেনাবাহিনী, এবং তিনি কাউকেই ভয় পান না।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, 'যুদ্ধের ১২তম দিন ৭ মার্চ ছিলো কঠিন দিন। যুদ্ধ চলছে।
তিনি আরও বলেন, 'আমরা বাস্তববাদী, আমাদের কথা চালিয়ে যাব। এবং কথা বলার উপর জোর দেব যতক্ষণ না দু্পক্ষই এমন একটি উপায়ে উপনিত না হওয়া পযন্ত। আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে যে যুদ্ধের প্রতিটি দিন, প্রতিরোধের দিনে আমাদের জন্য আরও ভাল পরিস্থিতি তৈরি করে, বিশ্বে আমাদের অবস্থানকে শক্তিশালী করবো। আমি কিয়েভে আছি। কাউকে ভয় পাই না, যুদ্ধে জয়লাভ করা দরকার। এ আমাদের জাতীয় যুদ্ধ। '
ইউক্রেনে রাশিয়ার হামলার মাঝেই তৃতীয় দফায় বেলারুশ সীমান্তে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে হামলা বন্ধে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে মস্কো। যার মধ্যে রয়েছে, ন্যাটো সদস্য হতে পারবে না ইউক্রেন। লুহানস্ক আর দোনেৎস্ক হবে স্বাধীন রাষ্ট্র।
সেই সাথে ক্রিমিয়ার স্বীকৃতি চায় রাশিয়া। তাহলেই ভবিষ্যতে ইউক্রেনের কোনো অঞ্চল দাবি করবে না রাশিয়া।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ১৩তম দিনে গড়িয়েছে। রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে পূর্ণ শক্তিতে হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি যে কোনো মুহূর্তে ওডেসায় ব্যাপক বোমা বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। সূত্র : সিএনএন
news24bd.tv রিমু