বিদ্যমান আইনের প্রয়োগের সীমাবদ্ধতার কারণে নারীরা অধিকার বঞ্চিত হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
বিকেলে সুপ্রিমকোর্ট মিলনায়তনে লিগাল এইড আয়োজিত নারী দিবসের আলোচনায় একথা বলেন তিনি।
তিনি বলেন, কতৃত্ববাদী পুরুষ মনোভাবের কারণে নারীরা আজ অধিকার পাচ্ছে না। তবে সমাজ, রাষ্ট্র পরিচালনায় নারী গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তিনি বলেন, অদূর ভবিষ্যতে নারীরাই সর্বক্ষেত্রে পুরুষের চেয়ে এগিয়ে যাবে।
নারীর অধিকার রক্ষায় সকলকে সমানভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।
news24bd.tv তৌহিদ