নাটোরে গাছ লিজ দেওয়ায় ক্ষতিগ্রস্ত পাখির আবাসস্থল

নাটোরে গাছ লিজ দেওয়ায় ক্ষতিগ্রস্ত পাখির আবাসস্থল

নাসিম উদ্দীন নাসিম, নাটোর

বালিহাঁস, বক, সড়ালি, শামুক খৈল পাখির কলোকাকলিতে ভরা অভয়াশ্রম। নাটোরে সরকারি অভয়াশ্রমের গাছ লিজ দেওয়ায় ক্ষতিগ্রস্ত পাখির প্রজনন ও অবাসস্থল। পাখিদের সুরক্ষায় লিজ বাতিলের দাবি সচেতন মহলের।

তারা বলছেন, গাছ লিজ দেওয়া বন্ধ করা হলে পাখিসহ জীবজগতের কল্যাণ তো হবেই, পাশাপাশিএতিম শিশুরা ফল খেতে পারতো।

পাখিদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের।

এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, আমাদের উত্তরা গণভবন ও নাটোরের রাজবাড়িতে পাখিদের যে অভয়াশ্রম রয়েছে সেটি যাতে সুরক্ষিত থাকে এবং পাখিরা যাতে নির্বিঘ্নে বসবাস করতে পারে, সে ব্যবস্থা নাটোর জেলা প্রশাসন করবে।

নাটোরে সরকারি ব্যবস্থাপনায় অভয়াশ্রমের সংখ্যা অন্তত পাঁচটি।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর