ধামরাইয়ে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে বাড়িতে ডেকে নিয়ে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ৬ ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ধামরাই উপজেলার সোমবাগ এলাকার চরডাউটিয়া গ্রাম থেকে ৫ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন- ধামরাইয়ে সোমভাগ ইউনিয়নে চরডাউটিয়া গ্রামের মো. শহীদ (৪২), ঝালকাঠির মো. মনিরুল ইসলাম মনির (৪০), মো. রাজ্জাক, মো. সোহরাব আলী ও বিকাশ।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৫ মার্চ শনিবার বিকালে চাকরি দেওয়ার কথা বলে শহীদ তার বাড়িতে ওই তরুণীকে নিয়ে যায়।
এ ব্যাপারে ধামরাই থানার পরিদর্শক (ওসি অপারেশন) নির্মল কুমার দাস বলেন, চাকরি দেওয়ার কথা বলে এক তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পেয়ে চরডাউটিয়া এলাকা থেকে ধর্ষণকারীদের আটক করা হয়েছে ও ধর্ষণের শিকার তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
news24bd.tv/আলী