ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার ১১ দিন পর নিজের অফিস থেকে এই প্রথম একটি ভিডিও পোস্ট করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ৯ মিনিটের ওই ভিডিও বার্তায় তিনি জানান, নিজের অবস্থান ধরে রেখেছে ইউক্রেনের সেনাবাহিনী, এবং তিনি কাউকেই ভয় পান না।
"যুদ্ধের ১২ তম দিন ৭ মার্চ ছিলো কঠিন দিন। যুদ্ধ চলছে।
তবে ইউক্রেনের নাগরিকদের রাশিয়া সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে তা প্রত্যাখ্যান করছি। আমরা বাস্তববাদী, আমাদের কথা চালিয়ে যাব। এবং কথা বলার উপর জোর দেব যতক্ষণ না দু্পক্ষই এমন একটি উপায়ে উপনিত না হওয়া পর্যন্ত।
আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে যে যুদ্ধের প্রতিটি দিন, প্রতিরোধের দিনে আমাদের জন্য আরও ভাল পরিস্থিতি তৈরি করে, বিশ্বে আমাদের অবস্থানকে শক্তিশালী করবো। আমি কিয়েভে আছি। কাউকে ভয় পাই না, যুদ্ধে জয়লাভ করা দরকার। এ আমাদের জাতীয় যুদ্ধ।
news24bd.tv/আলী