ইউক্রেনে বেকারিতে রাশিয়ার হামলায় নিহত ১৩

অনলাইন ডেস্ক

ইউক্রেনে রুশ সেনাদের অব্যাহত হামলায় দেশটির সুমিতে শিশুসহ নিহত হয়েছে অন্তত ১০ সামরিক কর্মকর্তা।

এছাড়া মাকারিভ শহরের একটি শিল্প বেকারিতে রাশিয়ার সামরিক বাহিনীর চালানো হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।

এদিকে, রাশিয়ার সঙ্গে মানবিক করিডোর চালু করার চুক্তিতে পৌঁছানোর পর প্রথমবারের মতো স্থানীয় বাসিন্দাদের একটি দল ইউক্রেনের সুমি শহর ছেড়েছে।

করিডোর চালুর সিদ্ধান্ত রুশ সৈন্যদের অনবরত গোলাবর্ষণের মুখে ভেস্তে যাওয়ার পর নতুন চুক্তি অনুযায়ী, মঙ্গলবার লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে।

যদিও রাশিয়ার গোলাবর্ষণের কারণে বেসামরিক মানুষ সরে যেতে বাধার মুখে পড়ছে, বলে দাবি করছে ইউক্রেন। তবে হামলা বন্ধে ৪টি শর্ত জুড়ে দিয়েছে মস্কো।

যার মধ্যে রয়েছে- ন্যাটোর সদস্য হতে পারবে না ইউক্রেন, লুহানস্ক আর দোনেৎস্ক হবে স্বাধীন রাষ্ট্র। সেইসাথে ক্রিমিয়ার স্বীকৃতি চায় রাশিয়া।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর