সুমিতে রুশ হামলায় নিহত ২২

সুমিতে রুশ হামলায় নিহত ২২

অনলাইন ডেস্ক

ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার বিমান হামলায় ব্যাপক হতাহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিবিসি জানায়, এ হামলায় ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

বুধবার (৯ মার্চ) সুমির আঞ্চলিক গর্ভনর দিমিত্রো যাইভিৎস্কির বরাতে সংবাদমাধ্যম বিবিসি জানায়, মঙ্গলবার সারা রাত ধরে একটি আবাসিক এলাকায় বোমা ফেলেছে রাশিয়া।

ওই ঘটনাকে তিনি গণহত্যা বলে বর্ণনা করেছেন।

তিনি বলেছেন, এক রাতেই তিনটি বোমা...এটা ছিল ভয়াবহ একটি রাত। একটি বাড়িতে ৯ জন নিহত হয়েছেন। ছয়টি বাড়ি ধ্বংস হয়ে গেছে, আরও অন্তত ২০টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে শহর কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রায় পাঁচ হাজার মানুষকে সুমি থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ইউক্রেন থেকে বাংলাদেশিদের উদ্ধারে সহায়তা করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধকবলিত দেশটিতে আটকাপড়া ভারতীয়দের উদ্ধারে ‘অপারেশন গঙ্গা’ পরিচালনা করা হয়। এই অভিযানে তারা নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছেন।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর