মিলান ক্যাথিড্রাল আকৃতির ভেগান কেক তৈরী করে ওয়ার্ল্ড বুক রেকর্ডস গড়েছেন ভারতীয় এক কেক শিল্পী। ভারতীয় এক কেক শিল্পী একটি বিশাল কেক তৈরি করে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে নাম লিখিয়েছেন।
প্রাচি ধবল দেব পশ্চিম পুনে শহরের বাসিন্দা। জানান, ভারতীয় ও ইউরোপীয় স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত হয়ে কেকটি তৈরী করেন তিনি।
স্থাপত্য শৈলী এমন একটি জিনিস যা আমাকে মুগ্ধ করে। এর আগেও ভারতীয় এবং ইউরোপীয় স্থাপত্য থেকে অনুপ্রাণিত অনেকগুলি কাঠামো তৈরি করার চেষ্টা করেছি৷ এবার সম্মানের বিষয় যে তারা বলেছে যে এটি বিশ্বের সবচেয়ে বড় ভেগান রাজকীয় আইসিং কাঠামো। তারা আমাকে এটির জন্য একটি প্রশংসাপত্র দিয়েছে।
১০০ কিলোগ্রাম বেশি ওজনের কেকটির বৃত্তাকারে সাড়ে ছয় ফুট , লম্বায় সাড়ে চার ফুট। কেকটি এক মাস ধরে তৈরী করেছেন প্রাচী।
news24bd.tv/আলী