কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মৌমাছির আক্রমণে ৩২ কবুতরের মৃত্যু হয়েছে। এ সময় মৌমাছির আক্রমণে আহত হয়েছেন তিনজন। ৬টি গরু ও ২টি ছাগলকেও মৌমাছিগুলো আহত করেছে।
বুধবার দুপুরে উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের ফারাজিপাড়া গ্রামের রাধানাথ বর্মণ নামে এক ইউপি সদস্যের বাড়িতে এই ঘটনা ঘটে।
রাধানাথ বর্মণ জানান, বাড়ির উঠানে আমগাছের মগডালে বড় মৌচাক ছিল। দুপুরে মৌচাকে বাজপাখি হানা দিলে মৌমাছিগুলো ছোটাছুটি শুরু করে। মৌমাছির ঝাঁক বাড়ির কবুতরগুলোকে আক্রমণ করলে কিছুক্ষণের মধ্যে ৩২টি কবুতর মারা যায়।
তিনি আরও জানান, বাড়ির পাশে বেঁধে রাখা ৬টি গরু ও ২টি ছাগলের ওপর আক্রমণ করে মৌমাছিগুলো। তাণ্ডব চালানোর পর মৌমাছিগুলো এলাকা ছেড়ে চলে যায়। খবর পেয়ে উলিপুর থানা পুলিশ এবং স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাদের দেখে গেছেন।
উলিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার জানান, মৌমাছি হুল ফোটানোয় কবুতরগুলো মারা গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন সুস্থ আছেন।
news24bd.tv/ কামরুল