সময়োপযোগী পদক্ষেপে কৃষি অর্থনীতি পুনরুদ্ধার হয়েছে : প্রধানমন্ত্রী

ফাইল ছবি

সময়োপযোগী পদক্ষেপে কৃষি অর্থনীতি পুনরুদ্ধার হয়েছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারিতে অন্যান্য ক্ষেত্রের মতো কৃষি অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে তা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতিসংঘের খাদ্য এবং কৃষি সংস্থার এশিয়া এবং প্যাসিফিক আঞ্চলিক কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।  সংযুক্ত আরব আমিরাত সফরকালীন আবাসস্থল থেকেই আন্তর্জাতিক এ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এসব দেশের মধ্যে কৃষি গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা জোরদারসহ তিনটি প্রস্তাব পেশ করেছেন প্রধানমন্ত্রী।

তিনটি প্রস্তাবের মধ্যে শেখ হাসিনা এই অঞ্চলের ফাও সদস্য দেশগুলোর মধ্যে কৃষি ক্ষেত্রে বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি এবং রোবটিক্সের মতো অত্যাধুনিক প্রযুক্তি হস্তান্তর ও জ্ঞান বিনিময় বাড়ানোর কথা বলেন।

এছাড়া কৃষিতে অর্থায়ন ও সহায়তার জন্য বিশেষ তহবিল তৈরি তাগিদও দেন শেখ হাসিনা।

news24bd.tv রিমু