নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ভোজ্যতেল, চিনি ও ছোলা আমদানিতে ভ্যাট তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বৃহস্পতিবার সচিবালয়ের ক্রয়সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সব ধরণের ব্যবস্থা নেবে সরকার।
বিশ্ববাজারে বর্তমানে ভোজ্যতেলসহ অন্যান্য পণ্যের দাম বেড়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, সয়াবিন তেলের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ১৫% এবং পর্যায়ের ৫% ভ্যাট মওকুফ করা হয়েছে।
news24bd.tv রিমু