শুকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা ডেভিড বেনেট নামের বিশ্বের সেই প্রথম ব্যক্তি মারা গেছেন।
মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের তার চিকিৎসকরা।
গেল ৭ জানুয়ারি সফলভাবে বেনেটের শরীরে শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেছিলেন ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিসিনের একদল চিকিৎসক।
যুক্তরাষ্ট্রে ওই অস্ত্রোপচারের পর দুই মাস বাঁচলেন ৫৭ বছর বয়সী বেনেট।
কয়েকদিন আগেই তার শরীর খারাপ হয়ে পড়ে। পরে ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড মেডিকেল সেন্টারে ভর্তি করা হয় তাকে। সেখানেই মৃত্যু হয় তার।
news24bd.tv তৌহিদ