ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে আজ। ভারতের স্থানীয় সময় সকাল আটটা থেকে উত্তর প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখন্ড, গোয়া এবং মনিপুরে চলছে ভোট গণনা।
প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি আড়াইশোর বেশি আসনে এগিয়ে আছে। রাজ্যটিতে রয়েছে বিধানসভার ৪০৩টি আসন।
৭০ আসনের মধ্যে এরইমধ্যে ৪৪টিতে এগিয়ে রয়েছে বিজেপি। ৪০ আসনের গোয়াতেও বিজেপি কংগ্রেসের চেয়ে এগিয়ে। তবে ভারতের পাঞ্জাবে আম আদমি পার্টিকে বেছে নিতে যাচ্ছে জনগণ। রাজ্যটির ১১৭ আসনের মধ্যে এগিয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি।
news24bd.tv/এমি-জান্নাত