ইউক্রেনে রুশ অভিযানে প্রাণভয়ে পালানোর চেষ্টা করছে হাজার হাজার নারী ও শিশু। এসময় ট্রেন ষ্টেশনে একজন পিয়ানো শিল্পী ‘কী আশ্চর্যজনক পৃথিবী’ গানে সুর তোলে।
এদিকে, ইউক্রেনের জন্য ইউনাইটেড’ ইউক্রেনবাসীদের জন্য অর্থ সংগ্রহের একটি কনসার্টে আয়োজন করা হয় ফ্রান্সের প্যারিসে। ইউরোভিশন তারকা বারবারা প্রাভি, রক ব্যান্ড ইন্দোচাইন এবং ইউক্রেনীয় নারীবাদী কর্মী ইনা শেভচেঙ্কো অনুরোধ করেছিলেন ইউরোপীয়দের।
ইউক্রেনের সংঘাত বন্ধ হোক’ ফ্রান্সের রাজধানীর কেন্দ্রস্থল থিয়েটার ডু শ্যাটেলেটের মঞ্চে কয়েকজন ব্যালে ক্লাসিক নাচে বিষয়বস্তু তুলে ধরে মানবিক সাহায্যে আবেদন করেন ব্যালে গোষ্ঠিটি। সংগৃহীত সহায়তা গুলো এনজিওগুলির কাছে যাবে৷
ইউক্রেনের পূর্বে শহরগুলিতে অব্যাহত রুশ হামলায় নিজ মাতৃভূমি ছেড়ে প্রতিবেশি দেশে চলে যাচ্ছে নারী শিশু এবং বয়স্ক পুরুষরা। হাজার হাজার লোকজন ইউক্রেন থেকে পালানোর চেষ্টা করেছিলো। আর এক যুবতী ট্রেন স্টেশনে পিয়ানোতে কী আশ্চর্যজনক পৃথিবী’ গানে সুর তুলছিলো। ১৯৬৭ সালে লুই আর্মস্ট্রং দ্বারা প্রকাশিত গানটি বিশ্বের সৌন্দর্যের একটি বার্তা।
news24bd.tv/এমি-জান্নাত