সংযুক্ত আরব আমিরাতের তেল উৎপাদন বাড়ানোর ঘোষণায় নিম্মমুখী হতে শুরু করেছে তেলের দাম।
গেল ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে বিশ্ববাজারে বাড়তে থাকে তেলের দাম। এছাড়া রাশিয়ান তেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরিকল্পনার মধ্যেই এই দাম ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ হয়।
আন্তর্জাতিক বেঞ্চমার্ক ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১৩ শতাংশ বা ১৬ দশমিক ৮ টাকা কমে দাঁড়িয়েছে ১১১ দশমিক এক ডলারে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুয়েড অয়েলে দাম ১৫ ডলার কমে হয়েছে ১০৮ দশমিক সাত ডলার।
news24bd.tv/আলী