আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিতে আমদানিতে সর্বোচ্চ সহায়তা করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে এই তথ্য জানানো হয়।
সার্কুলারে বলা হয়, এসময় রোজায় প্রয়োজনীয় ভোগ্যপণ্য ভোজ্যতেল, ছোলা, ডাল, পেঁয়াজ, খেজুর, ফলমূল এবং চিনিসহ অন্যান্য নিত্যপণ্যের আমদানি অর্থায়নের ক্ষেত্রে মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখতে বলা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, এই সময়ে ব্যাংকার ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে শূণ্য মার্জিনে ঋণপত্র খোলা যাবে।
এই নির্দেশটি অবিলম্বে কার্যকর হবে এবং এটি ১০ মে ২০২২ পর্যন্ত বহাল থাকবে।
news24bd.tv/আলী