নির্বাচন কমিশনের প্রথম সংলাপে সাড়া নেই

আরেফিন শাকিল

প্রথম সংলাপেই তেমন একটা সাড়া পাচ্ছেনা নতুন নির্বাচন কমিশন। আমন্ত্রণ পাওয়া শিক্ষাবিদদের মধ্যে অন্তত এক তৃতীয়াংশ সংলাপে বসতে অনীহা জানিয়েছেন। তারা বলছেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া শুধু সংলাপ করে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর সংলাপে যেতে ইচ্ছুক শিক্ষাবিদরা আপাতত কোন মন্তব্য করতে রাজি হননি।

রোববার বিকেলে নির্বাচন কমিশনে ওই সংলাপ অনুষ্ঠিত হবে।  

দায়িত্ব নিয়েই নির্বাচনী রোডম্যাপ তৈরি করার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এই রোডম্যাপ তৈরির আগে বিভিন্ন অংশীজনের সাথে সংলাপে বসতে যাচ্ছে কমিশন। আর এর শুরুটা হবে শিক্ষাবিদদের দিয়ে।

সপ্তাহের শুরুতেই সংলাপে ত্রিশজন শিক্ষাবিদকে আমন্ত্রণ জানিয়েছে কমিশন, এরপর ২২ মার্চ সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। ধাপে ধাপে আমন্ত্রণ পাবেন সাংবাদিক, রাজনৈতিক দলসহ অংশীজনরা।

প্রথমদিনের সংলাপে আমন্ত্রণ পাওয়া শিক্ষাবিদদের মধ্যে ১৪জনের সাথে কথা বলেছে নিউজটুয়েন্টিফোর। তাদের দশজনই নানা কারণে সংলাপে যোগ দেবেন না বলে জানান।

তবে সংলাপে যোগ দেয়ার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষক সাদেকা হালিম,  নাজমুল আহসান কলিমুল্লাহ এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি আবদুল মান্নান চৌধুরী।

news24bd.tv/আলী