'ছেড়ে যাওয়া বিদেশি কোম্পানিগুলোর সম্পদ বাজেয়াপ্ত করা হবে'

সংগৃহীত ছবি

'ছেড়ে যাওয়া বিদেশি কোম্পানিগুলোর সম্পদ বাজেয়াপ্ত করা হবে'

অনলাইন ডেস্ক

রাশিয়া ছেড়ে যাওয়া আন্তর্জাতিক কোম্পানিগুলোর সম্পদ বাজেয়াপ্ত করার জন্য 'আইনি সমাধান' খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১০ মার্চ) এ কথা জানান তিনি।

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো নিষেধাজ্ঞা আরোপের পর ম্যাকডোনাল্ডস, কোকাকোলাসহ বহু পশ্চিমা ব্র্যান্ড দেশটিতে কার্যক্রম স্থগিত বা বন্ধ করেছে।

পুতিন বলেন, যারা তাদের উৎপাদন বন্ধ করার পরিকল্পনা করছে, তাদের ব্যাপারে আমাদের অবশ্যই সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে।

কোনওভাবেই আমরা স্থানীয় রাশিয়ান জোগানদাতাদের ক্ষতি হতে দেব না।

তিনি বলেন, বহির্দেশীয় ব্যবস্থাপনা চালু করা জরুরি। তারপর এই প্রতিষ্ঠানগুলো যারা কাজ করতে চায়, তাদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, এর জন্য যথেষ্ট আইনি উপায় রয়েছে।

কোনও স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের প্রয়োজন নেই; আমরা এই প্রশ্নগুলোর আইনি সমাধান পাব।

যেসব প্রতিষ্ঠান রাশিয়ায় থাকতে এবং কাজ করতে চায়, সেসব বিদেশি বিনিয়োগকারীদের অধিকার রক্ষা করার কথাও জানিয়েছেন পুতিন। সূত্র : বিবিসি

news24bd.tv/ কামরুল