রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যে কোনো সময় সরাসরি আলোচনায় বসতে রাজি আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এমনটি জানিয়েছেন তার ডেপুটি ইগর জোভকভা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপ-প্রধান এ কথা জানান।
তিনি জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যে কোনো সময় আলোচনায় রাজি আছেন।
ইগর জোভকভা আরও বলেন, গতকাল বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। সে বৈঠক থেকে এখনও কোনো সুখবর পাওয়া যায়নি। এ বৈঠক থেকে কোনো সমাধান আসবে ইউক্রেন তেমনটা আশাও করেনি।
news24bd.tv/ কামরুল