সুনামগঞ্জে নৌকাডুবিতে দুইজনের মৃত্যু

পুরোনো ছবি

সুনামগঞ্জে নৌকাডুবিতে দুইজনের মৃত্যু

মো. বুরহান উদ্দিন • সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শিমুলবাঁকে নৌকাডুবিতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন শিশু গুরুতর আহত হয়েছে। কাল দক্ষিণসুনামগঞ্জ উপজেলার মুর্তাখাই গ্রামের জোড়াশিঙ্গা হাওরের বড়ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিমুলবাঁক ইউনিয়নের উকারগাঁও গ্রামের সাজিদুর রহমানের স্ত্রী হোসনে আরা বেগম (২৬) ও পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের জাল্লাবাজ গ্রামের ফোরকান মিয়ার ছেলে এমদাদুল হক (৫৫)।

স্থানীয়রা জানান, রোববার বিকেলে কেশবপুর গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে শিরনি খেয়ে পাঁচজন ছোট ডিঙ্গি নৌকাযোগে মুর্তাখাই গ্রামে যাওয়ার পথে জোড়াশিঙ্গা হাওরে প্রবল বাতাসে নৌকাটি উল্টে যায়। এ সময় স্থানীয় লোকজন চিৎকার শুনে যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসেন। তারা তিনজনকে পানি থেকে উদ্ধার করতে সমর্থ হলেও ঘটনাস্থলে হুসনে আরা ও ইমদাদুল হকের সলিল সমাধি ঘটে।

গুরুতর আহতাবস্থায় উদ্ধারকৃত শিশুরা হলো- নিহত হুসনে আরার দুই ছেলে রাফি মিয়া (৪), আবির মিয়া (২) ও তাদের আরেক স্বজন আবদুল বাছিত (৩)।

আহত শিশুদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বুরহান/অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর