ইউক্রেনে নতুন করে তিন শহরে হামলা চালিয়েছে রুশ সেনারা। এছাড়া কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ ভলনোভাখা শহর দখলে নিয়েছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা ।
মারিওপোলে অনবরত হামলার সাথে শুক্রবার প্রথমবারের মতো লুৎস্ক, ইভানো ফ্রানকিভস্কসহ বেশ কয়েকটি শহরে হামলা চালায় রুশ সেনারা। এর মধ্য দিয়ে রাজধানী কিয়েভের খুব কাছাকাছি চলে এসেছে রাশিয়ার বাহিনী।
প্ররোধে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। এদিকে ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরি করা হচ্ছে বলে অভিযোগ ওঠার পর মস্কোর অনুরোধে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। শুক্রবার এ বৈঠক অনুষ্ঠিত হবে।
যদিও ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরির ল্যাব থাকার- রুশ অভিযোগ, প্রত্যাখ্যান করেছেন ভলোদিমির জেলেনস্কি। দেশটিতে অতি-ঝুঁকিপূর্ণ সংক্রামক রোগের জীবাণু মজুত রাখা সব সরকারি গবেষণাগার ধ্বংস করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
news24bd.tv/আলী