বিমানের টিকিট জালিয়াতি চক্রের অন্যতম মূলহোতা মনিরুজ্জামান এবং তার সহযোগী শাকিলকে আটক করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তারা দুজনই বিদেশগামী বহু মানুষকে টিকিট কিনে দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নিতো। বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে আসলে, মনিটরিং শেষে, এনএসআই ও র্যাব যৌথ অভিযান চালিয়ে মধুমিতা হলের সামনে থেকে মনিরুজ্জামান ও শাকিলকে আটক করে । এরপর বনানী থানায় সোপর্দ করা হয় ওই দুজনকে।
এই চক্রের প্রতারণার জালে আটকে অনেকেই সর্বশান্ত হয়েছেন বলে জানিয়েছে আইনশৃ্ঙ্খলা বাহিনী।
news24bd.tv/আলী