রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রধান খবরগুলো জেনে নিন

সংগৃহীত ছবি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রধান খবরগুলো জেনে নিন

অনলাইন ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন অব্যাহত রয়েছে। ক্রমাগত হামলার ফলে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ইউক্রেন। দেশ ছেড়েছেন লাখ লাখ মানুষ। বাড়ছে মৃত্যুও সংখ্যাও।

এদিকে ইউক্রেনের রাজধানী ও প্রধান শহর কিয়েভ দখলের লক্ষ্যে পুনরায় সংগঠিত হচ্ছে রুশ বাহিনী। যুক্তরাষ্ট্রভিত্তিক স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সারের প্রকাশ করা ছবির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রাশিয়া-ইউক্রেন সংঘাতের শুক্রবারের প্রধান খবরগুলো জেনে নিন... 

* ইউক্রেনে লুটস্ক, ইভানো-ফ্রাংকিভস্ক এবং দনিপ্রোর ওপর রুশ আক্রমণ চালিয়েছে।

* মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রে রুশ ভদকা, সামুদ্রিক খাদ্য এবং হীরা আমদানি নিষিদ্ধ করেছেন।

* ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, তাদের সৈন্যদের হাতে একজন উচ্চপদস্থ রাশিয়ান সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।

* রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে রুশ-সমর্থিত সৈন্যদের পাশাপাশি লড়াই করতে স্বেচ্ছাসেবী যোদ্ধা পাঠানোর পরিকল্পনাকে সমর্থন করেছেন।

* ফেসবুক ও ইনস্টাগ্রামের অভিভাবক কোম্পানি ‘মেটা’কে একটি উগ্রপন্থী সংস্থা হিসেবে ঘোষণা এবং রাশিয়ায় এর কার্যক্রমকে নিষিদ্ধ করার জন্য আবেদন করেছে রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের দফতর।

* জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত দাবি করেছেন, মস্কোর বাহিনী ইউক্রেনে জীবাণু অস্ত্রের চিহ্ন সরিয়ে ফেলার তথ্যপ্রমাণ পেয়েছে।

* ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক ভাষণে তার দেশে জীবাণু অস্ত্র তৈরি করছে বলে রাশিয়া যে অভিযোগ করেছে তা জোর দিয়ে অস্বীকার করেছেন।

সূত্র : বিবিসি বাংলা

news24bd.tv রিমু