সাকিবের ইউটার্ন

মাহফুজুল ইসলাম

অবশেষে হলো নাটকীয়তার অবসান। বোর্ড সভাপতির সঙ্গে বৈঠকের পর ইউটার্ন সাকিবের। ছুটির সিদ্ধান্ত থেকে সরে এসে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার ঘোষণা দিলেন মিস্টার সেভেন্টিফাইভ। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও নিশ্চিত করেন বিষয়টি।

সেই সঙ্গে খারাপ সময়ে সাকিব আল হাসানের পাশে থাকার ঘোষণাও দিলেন বিসিবি সভাপতি।  

শনিবার সকাল থেকেই ক্রিকেটপাড়ায় ওঠা গুঞ্জন শেষ পর্যন্ত হয়েছে সত্যি। গুঞ্জনের ডালপালা আর বড় হতে দেননি বোর্ড সভাপতি।

দুপুর ১২ টার পর বিসিবি সভাপতির বোর্ডে প্রবেশের কিছু সময় বাদেই মিরপুরে ঢোকেন সাকিব।

তার সঙ্গে বোর্ড কর্তাদের আলোচনা চলে ঘণ্টাখানেক। আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাকিব ও বিসিবি সভাপতি। দক্ষিণ আফ্রিকা সফরে সব ফরমেটেই সাকিবের খেলার নিশ্চয়তা দেন নাজমুল হাসান পাপন।

সাকিব আল হাসান ইস্যুতে চলমান বিতর্কের অবসান চান স্বয়ং বিসিবি সভাপতি। এছাড়াও, ক্রিকেটার সাকিব ইস্যুতে এদিন অনেকটাই নরম সুর নাজমুল হাসানের কণ্ঠে।

সাকিবও দিয়েছেন ক্রিকেটে মনযোগ দেয়ার ঘোষণা। দক্ষিণ আফ্রিকা সফরটা উপভোগ করতে চান মিস্টার সেভেন্টিফাইভ।

news24bd.tv/আলী