কিয়েভ দখলে ঝাঁপিয়ে পড়েছে রুশ সেনারা, বাড়িয়েছে বোমাবর্ষণ

সংগৃহীত ছবি

কিয়েভ দখলে ঝাঁপিয়ে পড়েছে রুশ সেনারা, বাড়িয়েছে বোমাবর্ষণ

অনলাইন ডেস্ক

ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে ঝাঁপিয়ে পড়েছে রুশ সেনারা। শনিবার ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে বোমাবর্ষণ বাড়িয়েছে পুতিন বাহিনী।

রুশ গোলাবর্ষণ অব্যাহত রয়েছে অবরুদ্ধ বন্দর নগরি মারিওপোলে। রাতভর হামলায় ধ্বংস হয়েছে বিভিন্ন বেসামরিক স্থাপনা।

শহরটি রুশ বাহিনী ঘিরে রাখায় সেখানে আটকা পড়েছেন কয়েক লাখ মানুষ।

সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, প্রতি ৩০ মিনিটে শহরটির কোথাও না কোথাও হচ্ছে গোলাবর্ষণ বা বিমান হামলা।

এদিকে, ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র চালানে বিষয়ে  হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, এ পর্যন্ত  নিজেদের ১৩শ সেনা নিহত এবং একদিনে ৫শ থেকে ৬শ রুশ সেনা আত্মসমর্পন করেছে বলে দাবি করেছেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেছেন, আলোচনার জন্য প্রস্তুত থাকলেও আত্মসমপর্ণ করবে না ইউক্রেন।

শনিবার ৭৫ মিনিটের এক ফোনালাপে পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলোজ।

রুশ আগ্রাসন সবাইকেই হুমকির মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

news24bd.tv রিমু