ঝিনাইদহে গোলাম বারীর ছেলে রিপন হত্যা মামলার প্রধান আসামি আবন মণ্ডলকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দেহ থেকে মস্তক বিছিন্ন করেছে প্রতিপক্ষরা। রোববার দুপুরে সদর উপজেলা খাজুরা জোয়ার্দ্দার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আবন খাজুরা পশ্চিমপাড়ার সালামত মণ্ডলের ছেলে।
জানা যায়, আবন কর্মরত কাজ শেষ করে মোটরসাইকলে যোগে বাড়ি ফিরছিল।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা নিউজ টোয়েন্টিফোরকে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। নতুন করে সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।
news24bd.tv/ কামরুল