নির্বাচন কমিশনের সংলাপে যোগ দেননি আমন্ত্রিত অর্ধেকের বেশী শিক্ষাবিদ। যোগ দেয়া শিক্ষাবিদরা নির্বাচন কমিশনকে স্বচ্ছতার ভিত্তিতে একটি অংশগ্রহণমূলক নির্বাচন করার পরামর্শ দিয়েছেন। জবাবে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলছেন, রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা হলে সুষ্ঠু ভোট করা সহজ হবে।
নির্বাচনী রোডম্যাপ ও সুষ্ঠু নির্বাচনের জন্য পরামর্শ নিতে সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ত্রিশজন শিক্ষককে প্রথমে সংলাপের আমন্ত্রণ জানায় নির্বাচন কমিশন।
সবার অংশগ্রহণে আগামী নির্বাচন স্বচ্ছতার ভিত্তিতে অনুষ্ঠিত করার ওপর জোর দেন শিক্ষাবিদরা। বলেন, ইভিএম নিয়ে জটিলতা নিরসনে ব্লক চেইন প্রযুক্তি ব্যবহার করতে পারে কমিশন। পরে সিইসি বলেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা কিছুটা কঠিন। শিক্ষাবিদদের মতামত কমিশন সভায় আলোচনা করা হবে বলেও জানান তিনি।
সংলাপের জন্য আগামী ২২ মার্চ সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন।
news24bd.tv/এমি-জান্নাত