বাগেরহাটে পিকআপের চাপায় শাশ্বত রায় (১৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে বাগেরহাট-খুলনা মাহাসড়কের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া এলাকায় পৌঁছালে একটি কুকুরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় শাশ্বত রায়।
এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনি পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শাশ্বত রায় মারা যায়।
কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আলী বলেন, শাশ্বত রায়ের মরদেহ উদ্ধার করেছি। সেই সঙ্গে তাকে চাপা দেওয়া পিকআপটিকে আটক করা হয়েছে।
news24bd.tv/ কামরুল