নোয়াখালীর কোম্পানীগঞ্জের জলদস্যু বাহিনীর প্রধান সৌরব হোসেনকে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ।
আটক আসামির নাম আলমগীর হোসেন (৪০)। তিনি চরবালুয়া ছাবের মাঝির ছেলে।
রোববার দুপুরে কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়ন উড়িরচর থেকে কৃষক ও দিনমজুর সেজে কৃষি কাজ করা অবস্থায় তাকে আটক করে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান সোমবার সকালে গ্রেপ্তার আসামিকে নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, ২০২০সালের ৮ মার্চ রাতে উপজেলার চর আমজাদ এলাকা থেকে দস্যু বাহিনীর প্রধান সোহরাব হোসেনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
news24bd.tv তৌহিদ