ইউক্রেন সীমান্তে ন্যাটো সেনাদের লক্ষ্য করে রুশ বিমান হামলা

সংগৃহীত ছবি

ইউক্রেন সীমান্তে ন্যাটো সেনাদের লক্ষ্য করে রুশ বিমান হামলা

অনলাইন ডেস্ক

ইউক্রেনে রুশ আগ্রাসনের ১৯তম দিনে অভিযান আরো জোরদার করেছে রাশিয়া। এবার ন্যাটোর ফ্রন্ট লাইনের কাছাকাছি রুশ বিমান হামলা চলছে।

এর আগে, পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের ইয়াভোরিভ প্রশিক্ষণ কেন্দ্রে ইউক্রেনের ১৮০ জন ভাড়াটে বিদেশি সেনা  হত্যার দাবি করেছে রাশিয়া। এছাড়াও বিপুল পরিমাণ গোলাবারুদ ধ্বংসের দাবিও করেছে মস্কো।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রোববারের এই হামলায় ৩৫ জন নিহত এবং আরও ১৩৪ জন আহত হয়েছেন। ইউক্রেনের সীমান্ত অতিক্রম করে ন্যাটোর ভূখণ্ডে আঘাত করলে রাশিয়াকে পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের।

এমন পরিস্থিতিতেও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন জয়ী হবে বলে আশাবাদী দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এক ভিডিও বার্তায় তিনি আবারো ইউক্রেনের উপর নো-ফ্লাই জোন বাস্তবায়নে ন্যাটোর প্রতি আহ্বান জানান।

 এছাড়াও রোববার সামরিক হাসপাতালে আহত সেনাদের দেখতে যান জেলেনস্কি।

এদিকে, পুতিন প্রশাসন চীনের কাছ থেকে অস্ত্র সহায়তা চেয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। তবে যুক্তরাষ্ট্রের এমন দাবি নাকচ করেছে বেইজিং।

অন্যদিকে, ইউক্রেনে রুশ হামলায় মার্কিন সাংবাদিক ব্রেন্ট রিনাউন্ড নিহতের ঘটনায় রাশিয়াকে উপযুক্ত পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এ সময় ব্রেন্ট ‍রিনোডের মৃত্যুকে মর্মান্তিক এবং আতঙ্কজনক বলে উল্লেখ করেন সুলিভান।

news24bd.tv রিমু