চুরি করার উদ্দেশ্যে ভ্যানের চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।
কুষ্টিয়ার খোকসা উপজেলার বিলজানি গ্রামে গতকাল রোববার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আশিকুর রহমান খবরটি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, নিহত যুবকের নাম আমিনুর রহমান মৃধা (৩৫)।
ওসি সৈয়দ মো. আশিকুর রহমান জানান, নিহতের হাত বিদ্যুতায়িত হওয়ায় নীলাভ হয়ে গেছে। মরদেহ উপজেলা হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।
news24bd.tv রিমু