ইউক্রেনে হামলাকে কেন্দ্র করে এখনো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমাবিশ্ব। এবার রাশিয়ার হীরা, মদ ও সামুদ্রিক খাদ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
কয়েকদিন আগে তেলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরই মধ্যে রাশিয়ার হীরা, সামুদ্রিক খাদ্য ও মদের ওপর আমদানি নিষেধাজ্ঞার ঘোষণা করেছেন। রাশিয়ার বিরুদ্ধে চলমান নিষেধাজ্ঞার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন ও অন্যান্য মিত্ররা একটি সমান বাণিজ্য অংশীদার হিসেবে রাশিয়ার মর্যাদা বাতিলের পরিকল্পনা করছে।
এর মাধ্যমে মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের পথ প্রশস্ত হবে।
রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যে উল্লেখযোগ্যভাবে ডলারের বিপরীতে রুবলের পতন হয়েছে।
news24bd.tv তৌহিদ