কর্নেল অলির সঙ্গে আ স ম রবের বৈঠক

সংগৃহীত ছবি

কর্নেল অলির সঙ্গে আ স ম রবের বৈঠক

অনলাইন ডেস্ক

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।  

রোববার রাতে কর্নেল অলির মহাখালী ডিওএইচএসের বাসায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ৩ ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠকে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ও জেএসডির সহ-সভাপতি তানিয়া রব উপস্থিত ছিলেন।

আজ সোমবার ড. অলি আহমদ সাংবাদিকদের বলেন, 'আ স ম আব্দুর রব সাহেব বাসায় এসেছিলেন।

বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে এলডিপি জাতীয় সরকারের দাবি তুলেছি। একইভাবে আ স ম আব্দুর রবের দলও জাতীয় সরকারের দাবি তুলেছে। আ স ম রব জানতে চেয়েছেন, জাতীয় সরকার বলতে এলডিপি কী চায়। এ নিয়ে আলোচনা হয়েছে।

আ স ম রব বলেন, অলি আহমদের জন্মদিন ছিল। তাকে শুভেচ্ছা জানাতে গেছি। যেহেতু আমরা দুজন রাজনীতিবিদ, তাই আমাদের মধ্যে রাজনীতি নিয়ে কথা হয়েছে।
news24bd.tv/আলী