জামালপুরের ইসলামপুরে অস্ত্রের ভয় দেখিয়ে এক নারীকে অপহরণের সময় বিদেশী রিভলভার ও ৬ রাউন্ড গুলিসহ দুলাল হোসেন নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, ইসলামপুরের গাঁওকুড়া কাচারিপাড়া এলাকার ২৩ বছর বয়সী এক নারীর সাথে চিনাডুলি ইউনিয়নের কুতুবুল্যার চর গ্রামের দুলাল হোসেনের প্রেমের সম্পর্ক ছিল।
সোমবার সন্ধ্যায় দুলাল চাইনিজ রিভলভার নিয়ে ওই নারীকে ভয় দেখিয়ে ওই এলাকা থেকে অপহরণের চেষ্টা করে। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে দুলালকে ৬ রাউন্ড গুলি ও রিভলভারসহ আটক করে।
গ্রেপ্তারকৃত দুলালের বিরুদ্ধে অস্ত্র ও অপহরণের দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে ও রিমান্ডের আবেদন করা হবে বলে জানান পুলিশ সুপার।
news24bd.tv/আলী