ড. ফাহমিদা খাতুন আংকটাড’র উপদেষ্টা

 ড. ফাহমিদা খাতুন (ছবি: সংগৃহীত)

ড. ফাহমিদা খাতুন আংকটাড’র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আংকটাড) উৎপাদন সক্ষমতা সূচক (পিসিআই) সংক্রান্ত উচ্চপর্যায়ের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন।

সোমবার (১৪ মার্চ) সিপিডি’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ড. ফাহমিদা সংস্থাটিকে উৎপাদন সক্ষমতা-সংশ্লিষ্ট গবেষণা এবং নীতিমালা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবেন। এ সমস্ত বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- নীতি কাঠামো ও প্রাতিষ্ঠানিক কাঠামোর সম্প্রসারণ, কৌশলগত উন্নয়ন ও পরিমার্জন এবং উৎপাদন সক্ষমতা পরিমাপের পদ্ধতিসহ আন্তর্জাতিক মানদণ্ডের উন্নয়ন ও পরিমার্জন।

শিক্ষাবিদ, নীতিনির্ধারক, পরিসংখ্যানবিদ এবং সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে সম্মিলিতভাবে ব্যাপক সহযোগিতার মাধ্যমে উচ্চপর্যায়ের এ পরিষদ কাজ করবে।

news24bd.tv/আলী